More

    আগৈলঝাড়ায় রাতের আঁধারে সরকারী স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে রাতের অঁাধারে লক্ষাধিক টাকার  ৩টি মেহগনি গাছ কেটে নিয়েছে একই কম্পাউন্ডের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ ঘটক ও সহকারী শিক্ষক সজীব ঘটক। বিদ্যালয়ের গাছ কেটে নেয়ার ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হওয়ায় শিক্ষা অফিসারের ঘটনাস্থল পরিদর্শন। উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি মন্ডল জানান, মঙ্গলবার তিনি স্কুল ছুটি শেষে বাড়ি গিয়ে বুধবার সকালে বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের সামনের লক্ষাধিক টাকা মূল্যের তিনটি মেহগনি গাছ কেটে নেয়ার বিষয়টি দেখতে পান।

    তিনি বিয়টি খোজ নিয়ে জানতে পারেন একই কম্পাউন্ডে অবস্থিত বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ঘটক ও বড় বাশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজিব ঘটক কাউকে না জানিয়ে রাতের আঁধারে গাছ গুলো কেটে নিয়ে গেছেন। তার সাথে জড়িত রয়েছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও। গাছ কাটার বিষয়টি প্রধান শিক্ষক বিউটি মন্ডল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের  সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নানকে জানালে ওই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে আইনী ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। প্রধান শিক্ষক বিউটি মন্ডল আরও বলেন, একটি সরকারী স্কুলের গাছ কাটতে হলে তাদের অবশ্যই বিদ্যালয় কতৃর্পক্ষ এবং উপজেলা প্রশাসনকে জানানো উচিত ছিল।

    কিন্তু স্থানীয় প্রভাবের কারনে তারা বিদ্যালয়ের কাউকে কিছু না জানিয়ে রাতের আঁধারে গাছ গুলো কেটে নিয়েছে। সহকারী শিক্ষক সজিব ঘটক জানান, তিনি বিদ্যালয়ের গাছ কেটে নেয়ার ব্যাপারে কিছুই জানে না। তার  নামে একটি পক্ষ মিথ্যা অভিযোগ করছে। অভিযুক্ত বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ঘটক বলেন, বিদ্যালয় স্থাপনের জন্য আমরা জমি দান করেছি। ওই বিদ্যালয়ের জায়গায় লাগানো দুটি গাছ এবং বিদ্যালয়ের পাশে আমার একটি ব্যক্তিগত গাছ মন্দিরের কাজের জন্য কেটেছি। তবে কর্তৃপক্ষকে না জানিয়ে আমার গাছ কেটে নেয়া ঠিক হয়নি। এসময় তিনি সাংবাদিকদের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থণা করে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন। উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান জানান, রাতের আঁধারে বিদ্যালয়ের গাছ কেটে নেয়ার অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...