More

    আগৈলঝাড়ায় পান চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক যুবককে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পান চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক যুবককে রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনার প্রতিবাদ করলে ওই যুবকের পিতাকে মারধর করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর আদায় করেন অভিযুক্তরা। এঘটনায় ২৫ জুলাই রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের জলিরপাড় গ্রামের অনিল ওঝার ছেলে অখিল ওঝার বাড়িতে দুই বছর ধরে পানের বরজে কাজ করে আসছিল একই উপজেলার বাশাইল গ্রামের কালাচাঁদ তালুকদারের ছেলে বাপ্পি তালুকদার। বাপ্পী তালুকদার অখিল ওঝার পান বরজে কাজ করবেনা বলে জানিয়ে দেন।

    এরপরেই অখিল ওঝা, তার ছেলে অর্পন ওঝা ও ভাগ্নে সজিব অধিকারী বাপ্পী তালুকাদারকে পান চুরির মিথ্যা অপবাদ দিয়ে অখিল ওঝার ঘরের ভিতরে রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করে তার পিতাকে সংবাদ দেন। তার পিতা কালাচাঁদ এসে দেখে মারধরের কারনে ছেলে বাপ্পী তালুকদার গুরুতর অসুস্থ অবস্থায় পরে রয়েছে। বাপ্পির পিতা কালাচাঁদ এঘটনার প্রতিবাদ করলে অখিল ওঝা, তার ছেলে অর্পন ওঝা ও ভাগ্নে সজিব অধিকারী তাকেও মারধর করে আহত করেন। এসময় তাদের বিরুদ্ধে মামলা করবেন না বলে কালাচাঁনের কাছ থেকে সাদা ষ্ট্যাম্পে তার ও ছেলে বাপ্পীর জোরপূর্বক স্বাক্ষর আদায় করেন।

    পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাপ্পী ও তার পিতা কালাচাঁন তালুকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় বাপ্পী তালুকদারের পিতা কালাচাঁন তালুকদার বাদী হয়ে ২৫ জুলাই রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত অভিযোগ দায়েরের পরে অভিযুক্তরা থানা থেকে অভিযোগ উঠানোর হুমকি দেন অখিল ওঝার আত্মীয় কোদালধোয়া গ্রামের রাজ নামে এক ব্যক্তি। অভিযুক্ত অখিল ওঝা বলেন, বাপ্পী তালুকদার আমার পান বরজে কাজ করতো। সে আমার পান বরজ থেকে পান চুরি করছে বলে তাকে থাপ্পর দিয়েছি। রশি দিয়ে বেঁধে মারপিট করি নাই। এব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...