মাদারীপুরের কালকিনিতে বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় সাহিত্যমেলা অনুষ্ঠিত।
আজ সকালে মাদারীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কালকিনি জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে ২দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলায় উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
প্রধান অতিথী এমপি গোলাপ বলেন ভাল মানুষ হতে সাহিত্য চর্চার বিকল্প নেই। তাই দেশের ইতিহাস জানতে হলে সকলকে বেশি বেশি করে বিভিন্ন মনীষীদের জীবনী পড়ার বিকল্প নেই।
উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক সাদা’ত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পল্লব কুমার হাজরা,মাদারীপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক নজরুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান বাংলা একাডেমির উপ-পরিচালক তপন বাগচী,কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান সহ সকল দপ্তরের কর্মকর্তা,অভিভাবক আওয়ামী লীগের অঙ্গসংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ।