More

    ডাসারে ২৫ পিচ ইয়াবাসহ আটক

    অবশ্যই পরুন

    মাদারীপুরের ডাসার থানার পুলিশ অভিযানে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আকবর শেখ (৪০) নামে এক ইয়াবা ব্যবসায়ী আটক করেছেন পুলিশ।
    আজ বৃহস্পতিবার দুপুরে গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল ব্রীজ সংলগ্ন পূর্ব পাশে ভূরঘাটা-ডাসার সড়ক পথে তাকে আটক করা হয়।
    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশের এসআই সাহাবুদ্দিন,এএসআই হাফিজ, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ডাসার গোপালপুর ইউনিয়ন পশ্চিম পূয়ালী কাঠেরপুল ব্রীজ সংলগ্ন ইয়াবা বিক্রির করতে আসলে ডাসার থানা পুলিশ তাকে  আটক করেন। এসময় তার কাছে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
    আটক আকবর গোপালপুর এলাকার মৃত সত্তর শেখের ছেলে।
    ডাসার থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ২৫ পিচ ইয়াবা সহ  আকবর শেখ কে আটক করেন। ডাসার থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কাঠালিয়ায় বিজয় দিবসে নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত বহিষ্কৃত বিএনপি নেতা

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গত মঙ্গলবার তথা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে...