ঝালকাঠি জেলায় ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় ফলাফলের ভিত্তিতে সেরা প্রতিষ্ঠান ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের পাশের হার ৯৯.৬২% এবং জিপিএ—৫ পেয়েছেন ৯৪জন। এই বিদ্যালয় থেকে ২৬৮জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেছে এর মধ্যে ২৬৭ জন পাশ করেছে ও একজন পরিক্ষায় পরিক্ষায় অনুপস্থিত ছিল। বিগত বছরেও এই প্রতিষ্ঠান সেরার তালিকায় ছিল। দ্বিতীয় অবস্থানে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয়ের পাশের হার ৯৯.৫৬% এবং জিপিএ—৫ পেয়েছেন ৬২জন। এই বিদ্যালয় থেকে ২২৬জন পরিক্ষার্থী অংশ নিয়ে একজন অকৃতকার্য হয়েছে ও ২২৫জন পাশ করেছে। ঝালকাঠি জেলার অন্য কোন প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যা জিপিএ—৫ পায় নাই তবে ছিটেফোটা করে রয়েছে জিপিএ—৫।