স্টাফ রিপোর্টার:
ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।
আজ ৩০শে জুলাই সকাল ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের বিভাগীয় সদস্য সচিব ও বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ, নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক এনায়েত হোসেন শিপলু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, ট্রেড ইউনিয়ন কেন্দ্রর যুগ্ম সাধারণ সম্পাদক যে আর মুকুল প্রমুখ। গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি উদ্বোধন ঘোষণা করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক অধ্যাপক শাহ আজিজ খোকন।
প্রায় দুই ঘন্টাব্যাপী চলমান এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে ছাত্র-পেশাজীবী-গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় সহস্রাধিক স্বাক্ষর সংগ্রহ হয়। বক্তারা আগস্ট মাস জুড়ে বরিশালের ৬টি জেলায় লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ করে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে জনগনকে সংঘবদ্ধ করে আরও কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হবার প্রত্যয় ব্যক্ত করেন।