আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বিএনপি—জামাতের সন্ত্রাস, নৈরাজ্যসহ গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কাযার্লয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুণীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ—সভাপতি হেমায়েত উদ্দিন সরদার, আব্দুস সাত্তার মোল্লা, নিত্যানন্দ মজুমদার, বিপুল দাস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন—সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সাইদুল সরদার, সাংগঠনিক সম্পাদক রেমন ভুইয়া, অনিমেষ মন্ডল, কৃষি বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, সহ—দপ্তর সম্পাদক প্রদীপ লাহেড়ী উজ্জল, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারন সম্পাদক শহিদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আনিচ সেরনিয়াবাত, মহিলা আওয়ামীলীগের সভাপতি মলিনা রানী রায়, সাধারন সম্পাদক মমতাজ বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক ও ইউনিয়ন চেয়ারম্যানরা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ দলীয় নেতাকমীর্রা।