More

    কালকিনিতে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
    কালকিনিতে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে হাওলাদার ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবা ও পরীক্ষার মান ভালো হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযান পরিচালনাকারী দল হাওলাদার ডায়াগনস্টিক সেন্টারের কতৃপক্ষকে ধণ্যবাদ জানান এবং এভাবে সেবা প্রদানের জন্য সকল ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের আহ্বান জানান।
    শনিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের  নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
    অভিযান সূত্রে জানাযায়, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার নির্দেশনায় ও কালকিনি থানা পুলিশের সহযোগীতায় উপজেলার ৪টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে । ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করার দায়ে আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫ হাজার টাকা ও শেখ ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫ হাজার টাকা মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ডেঙ্গু এনএস ওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষার সরকারি ফি ৩০০ টাকা। কিন্তু তারা রোগীদের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা করে নেওয়ার রসিদ পাওয়া গেছে। এছাড়া সিবিসি পরীক্ষার সরকারি ফি ৪০০ টাকা কিন্তু তারা রোগীদের কাছ থেকে ৬০০ টাকা করে আদায় করেন। এসময়ে স্যানিটারি ইন্সপেক্টর একরাম হোসেন উপস্থিত ছিলেন।
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় করার কারণে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মামলা উত্তোলনের জন্য মা ও মেয়ের ওপর হামলা

    জমি সংক্রান্ত বিরোধে দায়ের করা মামলা উত্তোলনের জন্য বিধবা আয়েশা বেগম ও তার মেয়ে রিনা বেগমকে মারধর করে আহত...