More

    আগৈলঝাড়ায় কিশোরীকে ধর্ষনের ঘটনায় সালিশ বৈঠক

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

    বরিশালের আগৈলঝাড়ায় এক কিশোরীকে ধর্ষনের ঘটনায় সালিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই সালিশ বৈঠকে ধর্ষক সাইফুলকে দুই বছর এলাকায় আসতে দেওয়া হবে না এবং তার ভাগের সম্পত্তি তার সন্তানদের নামে লিখে দেওয়ার সিদ্বান্ত হয়েছে। সালিশ বৈঠকে উপস্থিত আব্দুর রহমান হাওলাদার বলেন, গত ২৫ জুলাই রাতে আমার বাড়িতে বসে রাংতা গ্রামের মো. মালেক মাওলার ছেলে সাইফুল ইসলামের বিরুদ্ধে এক মেয়েকে ধর্ষনের ঘটনায়  সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ওই সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ আকন, প্রভাষক কামরুল আকন, ব্যবসায়ী আব্দুস ছালাম হাওলাদার, স্থানীয় মালেক আকনসহ ২০— ২৫জন। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনের নির্দেশে এই সালিশ বৈঠক হয়েছে বলে জানান স্থানীয়রা। ওই সালিশ বৈঠকে ধর্ষক সাইফুলের পিতাও উপস্থিত ছিল। বিভিন্ন কথার পরে ওই সালিশের প্রধান নুর মোহাম্মদ আকন সকলকে ওই সালিশের সিদ্ধান্ত জানিয়ে দেন। ওই সালিশ বৈঠকে সিদ্ধান্ত হয় ধর্ষক সাইফুলকে দুই বছর এলাকায় আসতে দেওয়া হবে না এবং তার ভাগের সম্পত্তি তার দুই সন্তানদের নামে লিখে দেওয়ার।

    এব্যাপারে সালিশের প্রধান নুর মোহাম্মদ আকন ধর্ষনের ঘটনায় সালিশ করার কথা অস্বীকার করে বলেন, আমরা সাইফুলের কারনে তার পিতার অনুরোধে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি। সালিশে কোন মেয়ে সংক্রান্ত কথা হয়নি। ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, সালিশের ঘটনা আমার জানা নেই। আমি ঢাকায় রয়েছি। এর বেশী কিছু বলতে পারবো না। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল জানান, এই ধরণের ঘটনায় কেউ সালিশ— মীমাংসা করতে পারে না।

    যদি কেহ করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের মো. মালেক মাওলার বখাটে ছেলে মো. সাইফুল ইসলাম বিভিন্ন সময় পাশ্ববতীর্ বাড়ির ১৫ বছরের এক কিশোরীকে কু—প্রস্তাব দিয়ে আসছিল। তার কু—প্রস্তাবে রাজি না হওয়ায় ২০ জুলাই রাতে ওই কিশোরীকে ঘরে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে বখাটে সাইফুল ইসলাম। ওই কিশোরীর পরিবার দরিদ্র হওয়ায় এতদিন হুমকির ভয়ে মামলা করতে সাহস পায়নি। ২৭ জুলাই সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে আগৈরঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...