নিজস্ব সংবাদদাতা,ঝালকাঠি শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শেষ হয়েছে। রবিবার বিকাল ৪টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ—পরিচালক রিয়াজুল্লাহ বাহাদুর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে জেলা বন কর্মকর্তা জিয়াউর রহমান ৭দিনের এই বৃক্ষ মেলার সাফল্য ও প্রাপ্তি মুল্যায়ন করে বক্তব্য রাখেন। ঝালকাঠি এই বৃক্ষ মেলায় ২০টি স্টলে ১০টি নার্সারী প্রতিষ্ঠান বিভিন্ন জাতের চারা নিয়ে প্রদর্শন ও বিক্রির জন্য এসেছিল।
এই বৃক্ষমেলায় ৭দিনে ৫ লাখ ৪৫ হাজার ১৬০ টাকার চারা বিক্রি হয়েছে। এরমধ্যে মায়ের দোয়া নার্সারী প্রতিষ্ঠান সর্বাধিক ২ লাখ ৫০ হাজার টাকার চারা বিক্রি করেছেন। অনুষ্ঠানে ৩জন নার্সারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে মায়ের দোয়া নার্সারীর মালিক আকবর আলী, ঝালকাঠির নার্সারী মালিক মনির হোসেন ও রুহুল গাজীকে পুরস্কার প্রদান করা হয়েছে।