নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩০ জুলাই ২০২৩ইং ঝালকাঠি শহরের পৌর মিনিপার্ক এলাকায় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারি থামাতে গিয়ে পরবর্তীতে এদের হাতে হামলার শিকার হয়েছে হামিম খলিফা (১৭), হৃত্বিক (১৭), মাহিম (১৮)। এদের মধ্যে হামিম খলিফার আঘাত গুরত্বর। রবিবার বেলা সাড়ে ১২টায় এই ঘটনা ঘটেছে। হামিম খলিফা জানান, ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অপেক্ষাকৃত ছোট দুই গ্রুপের মধ্যে এর ১০মিনিট পূর্বে মারামারির ঘটনা ঘটে এবং হামিম খলিফা ও তার কয়েকজন বন্ধুরা দুই গ্রুপকে পৃথক করে মারামারি থামিয়ে দেয়। এর কিছু সময়ের মধ্যেই অতর্কিত শান্ত, আপন, সজল নামের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এই গ্যাংয়ের গ্রুপ এসে তাদের উপর হামলা করে।
তাকে ইট দিয়ে মাথায় উপর্যপুরি আঘাত করা হয়েছে। হামিম খলিফাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পূর্ব চাঁদকাঠি এলাকার নান্না খলিফার পুত্র। এর পূর্বেও কিশোর গ্যাংয়ের একাধিক ব্যক্তি হয়েছে। বিশেষ করে মারামারি থামাতে যারা এগিয়ে আসে পরবর্তীতে তাদের উপরেই সেই কিশোর গ্যাংরা হামলা একত্রিত হয়ে হামলা চালায়।