নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩০ জুলাই ২০২৩ইং ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার বিকেল ৩টায় ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সদর এসপি সার্কেল মোঃ মহিতুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ মাল্টিমিডিয়ায় ঝালকাঠি জেলার মৎস্য সেক্টরের অবস্থান ও সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের উপর ভিডিও প্রদর্শন করেন। ঝালকাঠি জেলায় বর্তমান সরকারের আমলে ৪ বছর আগেই মৎস্য উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে।
ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকার প্লাবন ভূমিতে মাছ চাষের সম্প্রসারণের ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। জেলা প্রশাসক এই জেলার মৎস চাষ সম্প্রসারণ ও জেলেদের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। সভায় জেলায় মৎস চাষী, মাছ আহরণকারী জেলেসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।