আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ও গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার মোল্লার মা সুফিয়া বেগম (৯০) বার্ধক্যজনিত কারনে সোমবার সকাল সাড়ে দশটায় পূর্ব সুজনকাঠি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
মৃত্যুকালে তিনি এক ছেলে, পাঁচ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আছর মরহুমার নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। সুফিয়া বেগম এর মৃত্যুতে আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। দলের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।