More

    ঝালকাঠিতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    নিজস্ব সংবাদদাতা, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঝালকাঠিতে জনসমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার বিকেলে ঝালকাঠি শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, সাধারণ সমআদক খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

    জনসমাবেশে বক্তারা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যতদিন পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করবে ততদিন আন্দোলন চলবে বলেও জানান বক্তারা। পাশাপাশি খালেদা জিয়ার নিশর্ত মুক্তি দবি করা হয় জনসমাবেশ থেকে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কাঠালিয়ায় বিজয় দিবসে নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত বহিষ্কৃত বিএনপি নেতা

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গত মঙ্গলবার তথা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে...