কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে দীর্ঘ ৫ বছর শেষে আদালতের রায় পেয়েও জমি ভোগ দখলে করতে গেলে বাঁধা প্রদান করে আসছে প্রতিপক্ষ। এ নিয়ে উভয় পক্ষের মাঝে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আসংঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা।
ভুক্তভোগী পরিবার ও সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলার এনায়েতনগর এলাকার দড়িচর-লক্ষিপুর গ্রামের আলতাজদ্দিন সরদারের ছেলে গিয়াস উদ্দিন সরদার গংদের ১০২নং দড়িচর লক্ষিপুর মৌজার ৫২ শতাংশ জমি নিয়ে একেই এলাকার তাইজুল ইসলামের মেয়ে লিপি আক্তার গংদের বিরোধ চলে আসছিল। ওই জমি লিপি আক্তার গংরা দখলের চেষ্টা চালালে গিয়াস উদ্দিনের বড় ভাই আলাউদ্দিন বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি মামলা দায়ের করেন। এ মামলা চলাকালে বাদী আলাউদ্দিন মৃত্যুবরন করেন। পরে গিয়াসউদ্দিন বাদী হয়ে মামলা পরিচালনা শুরু করেন। এ মামলায় মাদারীপুর আদালত থেকে রায় পেয়েছেন গিয়াসউদ্দিন সরদার গংরা। কিন্তু গিয়াসউদ্দিন গংরা কোর্টের এ রায় পাওয়ার পরও জমি ভোগ দখলে গেলে বাঁধা সৃষ্টি করে আসছে লিপি আক্তার গংরা। ওই জমিতে ফসল রোপন করতে গেলে গিয়াসউদ্দিন সরদারকে প্রান নাশের হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষ লিপি আক্তার গংরা।
মামলার বাদী গিয়াসউদ্দিন সরদার বলেন, আমি কোর্ট থেকে রায় পেয়ে জমিতে ফসল বুনতে গেলে আমাকে বাধা দিচ্ছে লিপি আক্তার ও তার লোকজন। তারা আমাদের মেরে ফেলার হুমকি দিয়ে আসছে বেশ কিছুদিন ধরে।
অভিযুক্ত লিপি আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।