More

    শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করেছে বরিশাল আওয়ামীলীগ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। আজ তাঁর ৭৪ তম জন্মবার্ষিকী।

    শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন, আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা, ক্রীড়া,নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

    শেখ কামাল ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে ও ১৯৭১ এর মুক্তিযুদ্ধে শেখ কামাল তার বীরত্বের পরিচয় রেখেছিলেন। ১৯৭৫ এর ১৫ ই আগস্ট বিপথগামী সেনা সদস্যরা গুলি করে নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ কামাল সহ-স্ব-পরিবারকে।

    শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক বানী দিয়েছেন, রাষ্ট্রপতি মোঃসাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে মহানগর ও জেলা আওয়ামীলীগ সকালে শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায়। এছাড়াও ফুলেল শ্রদ্ধা জানায়, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কাঠালিয়ায় বিজয় দিবসে নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত বহিষ্কৃত বিএনপি নেতা

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গত মঙ্গলবার তথা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে...