স্টাফ রিপোর্টার:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। আজ তাঁর ৭৪ তম জন্মবার্ষিকী।
শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন, আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা, ক্রীড়া,নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
শেখ কামাল ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে ও ১৯৭১ এর মুক্তিযুদ্ধে শেখ কামাল তার বীরত্বের পরিচয় রেখেছিলেন। ১৯৭৫ এর ১৫ ই আগস্ট বিপথগামী সেনা সদস্যরা গুলি করে নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ কামাল সহ-স্ব-পরিবারকে।
শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক বানী দিয়েছেন, রাষ্ট্রপতি মোঃসাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে মহানগর ও জেলা আওয়ামীলীগ সকালে শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায়। এছাড়াও ফুলেল শ্রদ্ধা জানায়, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।