আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯৩ তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগষ্ট সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া—মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জসীম উদ্দিন সরদার। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, জাতির পিতাসহ ১৫আগষ্ট সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক।
দোয়া—মিলাদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা ছাড়াও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।