ঝালকাঠিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিবলি মামুন, ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার।
সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ—পরিচালক উম্মে আয়শা সিদ্দিক। অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ— পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার বক্তব্য রাখেন। পরে ঝালকাঠি জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ৪০জন দুস্থ নারী কর্মীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। ঝালকাঠি সদর উপজেলায় ২০জনকে, নলছিটি উপজেলায় ৯জনকে, রাজাপুর উপজেলায় ৬জনকে ও কাঠালিয়া উপজেলায় ৫জনকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।