ঝালকাঠির কাঁঠালিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনবহুল সড়ক দখল করে পথসভা করার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর ইব্রাহীম আল হাদী এর বিরুদ্ধে। উপজেলার বিনাপানি বাজারের ব্যস্ততম চৌরাস্তার মোড় এবং পুরাতন বাজার রোড সম্পূর্ণ বন্ধ করে এই সভার আয়োজন করা হয়, যার ফলে স্থানীয় জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিনাপানি বাজারের গুরুত্বপূর্ণ চার রাস্তার মোড় এবং পুরাতন বাজার রোডে পথসভার আয়োজন করা হয়েছে। ব্যস্ততম এই সড়কটি দিয়ে নিয়মিত শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। জনবহুল এই স্থানটি দখল করে সভা করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ পথচারীরা বিপাকে পড়েন।
‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ অনুযায়ী, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল জনচলাচলের বিঘ্ন ঘটিয়ে কোনো পাবলিক রোড বা জনপথ দখল করে সভা, সমাবেশ বা প্যান্ডেল তৈরি করতে পারবেন না। বিধিমালার ৬(গ) ধারা অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। এছাড়া:
যেকোনো সভার অন্তত ২৪ ঘণ্টা আগে স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
সভা বা সমাবেশের জন্য নির্ধারিত মাঠ বা উন্মুক্ত স্থান ব্যবহার করার নির্দেশনা থাকলেও এখানে তা মানা হয়নি।
বাজারের মোড়ের মতো সংবেদনশীল স্থানে সভা করা নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনার পরিপন্থী।
আইন অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা নির্বাচনী অনুসন্ধান কমিটি তাৎক্ষণিক জরিমানা করতে পারেন। গুরুতর ক্ষেত্রে প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুপারিশ করারও বিধান রয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করে। এ বিষয়ে স্থানীয় রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক) বা সহকারী রিটার্নিং অফিসার (উপজেলা নির্বাহী কর্মকর্তা)-কে অবহিত করলে তারা ভ্রাম্যমাণ আদালতের (Mobile Court) মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সাধারণ ভোটাররা।
