ঝালকাঠি জেলায় চতুর্থ পর্যায়ে মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের ২৩৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসনের মধ্য দিয়ে ঝালকাঠি জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষনা করা হয়েছে। সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃর্ক ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘোষনা করেছেন এবং তিনি কয়েকটি জেলার সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে গত ২১ জুলাই ২০২২ কাঠালিয়া উপজেলা এবং ২২ মার্চ ২০২৩ নলছিটি ও রাজাপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের চতুর্থ পর্যায়ে সুগন্ধিয়া আশ্রয় প্রকল্পে ১৮৭টি ও কাঠালিয়ার চেচরী রামপুর জোড়াপোল আশ্রয়ন প্রকল্পে ৫০টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় প্রথম তালিকায় ১ হাজার ২২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা তালিকাভূক্ত ছিল এবং অধিকতর বাছাই করার পরে সংশোধিত ২ হাজার ১০১টি পরিবারের সংখ্যা দাড়িয়েছে এবং তাদেরকে গৃহনির্মান করে দেওয়া হয়েছে ফলে ঝালকাঠি জেলা এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত। চতুর্থ পর্যায়ে জেলায় ২৩৭টি গৃহ নির্মানের ক্ষেত্রে সরকার আনুমানিক ১১ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ১৩২ টাকা ব্যয় করেছেন।
এরমধ্যে বন্দোবস্তকৃত জমির মূল্য ২ কোটি ৭১ লাখ ৭২ হাজার ২৮০ টাকা। ২লাখ ৮৪ হাজার টাকা করে বরাদ্দকৃত গৃহ নির্মানের ক্ষেত্রে ৬০ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকা এবং ৩৮২.৫৬২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়ে মাটি ভরাট করা হয়েছে। এই খাদ্যশস্যের সরকারি মূল্য ১ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ৮৫২ টাকা। সরকার এই ক্ষেত্রে ১৬.০১ একর জমি উদ্ধার করে ১৫.৮১ একর জমিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য গৃহ নির্মান করছে।
ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারসহ পুনর্বাসিত ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে জেলা প্রশাসক পুনর্বাসিত ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগী প্রতিটি পরিবারে ৫টি করে গাছের চারা বিতরন করেন।