More

    আগৈলঝাড়ায় কারিতাস বাংলাদেশ বরিশাল কার্যালয়ে নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
    বরিশালের আগৈলঝাড়ায় উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ বরিশাল আঞ্চলিক
    কার্যালয়ের আয়োজনে নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে ।
    গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষি অফিসের হলরুমে কারিতাস
    পরিচালিত এসডিডিবি প্রকল্পের ফোরাম সভাপতি ইস্তেফান গোমেজের
    সভাপতিত্বে নেটওয়ার্কিং সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা
    সুশান্ত বালা, আগৈলঝাড়া কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহাবুবা নার্গিস
    নীলা, উপ—সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শুভাষ চন্দ্র মন্ডল, উপ—সহকারী কৃষি
    কর্মকর্তা অজয় কুমার বিশ্বাস, সহ—যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু
    কাওসার, কারিতাস এসডিডিবি প্রকল্পের সুপারভাইজার পল রায়, এনিমেটর সুনীল
    মল্লিক, সহকারী লীলা বিশ্বাস, সমাজ সেবক প্রদীব রায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে তিনতলা ভবনের রুমে আগুন, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক অভিযানে নিয়ন্ত্রণ

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে মাদারীপুরের কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ঝাউতলা এলাকায় অবস্থিত ‘মহাসিন...