More

    ঝালকাঠির রাজাপুরে কতৃর্পক্ষের অনুমতি না নিয়ে প্রধান শিক্ষকের ভারত ভ্রমনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুরে ৮নং দক্ষিণ পূর্ব তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রানীর বিরুদ্ধে কতৃর্পক্ষের অনুমতি না নিয়ে ভারত ভ্রমনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই এলাকার সৈয়দ আল মামুন নামে এক ব্যক্তি জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে জেলা শিক্ষা কর্মকতার্ গত ৯ আগষ্ট বিষয়টি তদন্ত পূর্বক ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

    অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষক কাজল রানী পারিবারিক কারন দেখিয়ে ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত মোট ৭ দিনের ছুটি নেন। কিন্তু কতৃর্পক্ষের অনুমতি বা স্কুল সংশ্লিষ্ট কাউকে কিছু না জানিয়ে ভারতে ভ্রমনে যান। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ ইদ্রিস আলী জানান, প্রধান শিক্ষক কোথায় আছে তা আমরা জানি না। সাতুরিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা সহকারি শিক্ষা অফিসার সমিরেন্দু বিশ্বাস জানান, ভারত যাওয়ার একটি অভিযোগ আছে, তার পাসপোর্টটি যাচাই বাছাই করলেই সঠিকভাবে বিষয়টি জানা যাবে।

    অভিযুক্ত প্রধান শিক্ষক কাজল রানী অভিযোগ অস্বীকার জানান, তিনি ৭ দিনের ছুটি নিয়ে ব্যক্তিগত কাজে ঢাকা গিয়েছিলেন।

    ৪ দিনের মধ্যে কাজ শেষ হওয়ায় ছুটির ৩ দিন থাকতেই কর্মস্থলে ফিরে মিটিংয়ে যোগদান করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, কাজল রানির বিরুদ্ধের অভিযোগ তদন্ত করা হচ্ছে, প্রমান পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ

    বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার দরবার হাজী বাড়ির সামনের খালের ওপর নির্মিত একটি পুরনো ব্রিজ বালুভর্তি...