স্টাফ রিপোর্টার:বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০(আশি) পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক ব্যক্তির নাম সোহরাব খলিফা (৪৭), সে এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর গ্রামের মৃত:আফসার খলিফার ছেলে।
এয়ারপোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ আগষ্ট রাতে এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর গ্রামের খলিফাবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ৮০ পিস ইয়াবা সহ সোহরাব খলিফা (৪৭) কে আটক করা হয়।
এ ঘটনায় এয়ারপোর্ট থানার ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, গত রাতে চাঁদপাশা এলাকায় এস আই মুহিত ও তার সঙ্গীয় টিম অভিযান চালিয়ে সোহরাব খলিফা (৪৭) নামের এক ব্যবসায়ীকে ৮০ পিসি ইয়াবাসহ গ্রেফতার করেছে। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে প্রেরন করা হয়েছে