More

    বরিশালে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ ভর্তি ২৬৯ জন

    অবশ্যই পরুন

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৬৯ জন।

    শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মারা যান বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল। মৃত সাহিদা বেগম (৫৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা।

    স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ বলেন, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

    এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ১২ জন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, বরিশাল বিভাগের ২ মেডিকেল কলেজ হাসপাতাল ও ৬ জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৬৪ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...