জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ের ১২ জনের মধ্যে ৬ জনের রায় কার্যকর এবং ৫ জন বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। তাদের দেশে এনে রায় কার্যকর করার দাবী, ২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামীলীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলার নির্দেশদাতা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ওই মামলায় তার সাজা হয়েছে। তাকে দেশে এনে মামলার রায় কার্যকর করার দাবীতে গতকাল রোববার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারন সম্পাদক শহিদ তালুকদার, সহ— সভাপতি আব্দল্লাহ লিটন, যুগ্ন—সম্পাদক ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ।