বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে বিভিন্ন বনজ, ফলজ ও ভেষজ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রায় অর্ধশতাধিক আমলকী, হরতকি, নীম, কৃষ্ণচুরা, পেয়ারাসহ নানা রকমের বনজ, ফলজ ও ভেষজ বৃক্ষরোপন করা হয়।
এছাড়াও বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. অর্নব সাহা, ডা. তরিকুল ইসলাম, ডা. শিশির কুমার গাইন, ডা. অংকুর কর্মকার, নার্স মাধবী গাইন, প্রধান হিসাবরক্ষক মিজানুর রহমান সিকদার, পরিসংখ্যানবিদ শহিদুল ইসলাম, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) জাকির হোসেন, হারবাল টেকনোলজিষ্ট শাহিন হোসেনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন।