More

    সমৃদ্ধ বরিশাল গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক মোঃশহিদুল ইসলাম

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:বরিশালে জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ আগস্ট রবিবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

    বরিশাল জেলা আইনশৃংখলা কমিটির সভার সভাপতিত্ব করেন বরিশালের নবনিযুক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

    সভাপতির বক্তব্যে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন, বরিশাল জেলাকে সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন।
    পরে বরিশাল জেলার আইন-শৃংখলা কমিটির সার্বিক পরিস্থিতি তুলে ধরে আলোচনা করেন।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল রেজওয়ান আহাম্মেদ পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএমপি বরিশাল মোঃ ফজলুল করিম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...