নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের আফজাল হোসেন খানের বাড়িতে অজ্ঞান পার্টির হাতে একই পরিবারের শিশুসহ ৪জন অসুস্থ হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় এই ঘটনা ঘটেছে। অজ্ঞান পার্টি এই বাড়ি থেকে নগদ ১৬ হাজার টাকা ও সোনার অলংকার নিয়ে পালিয়েছে। আহতরা হচ্ছে আফজাল হোসেন খান (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫), ছেলে কাওসার খান (২৬) ও কাওসার খানের শিশু পুত্র হোজায়েফ খান (৪)। আফজাল হোসেন জানান, তারা রাতের খাবার খাওয়ার পরেই তারা ঘুমে অচেতন হয়ে থাকে। অজ্ঞান পার্টি পাকের ঘরের রান্না ঘরের গ্রীল ভেংঙ্গে ভিতরে প্রবেশ করে । ধারনা করা হয় এই অজ্ঞান পার্টি রান্না করার সময় জালনা থেকে সুযোগ বুঝে ডালের সাথে অচেতন ঔষুধ মিশিয়ে দেয়।
আফজাল হোসেনের পুত্রবধু ডাল ভাতের সাথে খায়নি। সেকারনেই সে অচেতন হয়নি। ঝালকাঠি সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবুয়াল হাসান জানান, ইদানিং হাসপাতালে বিভিন্ন ক্ষেত্রে অজ্ঞান পার্টি কৌশলে মানুষকে অচেতন করে বাড়ি ঘরে চুরি, অটোবাইক চালক ও মেশিনচালিত রিক্সা চালকদের অচেতন করে যানবাহন নিয়ে যাচ্ছে এবং হাসপাতালে প্রতি সপ্তাহে এই ধরণের রোগী হর হামেশা আসছে।