More

    আগৈলঝাড়ায় নারী—শিশু নির্যাতন মামলার দুই আসামী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূর শ্লীলতাহানীর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্লীলতা-হানীর প্রতিবাদ করায় তিনজনের উপর হামলা করে গুরুতর আহত করা হয়েছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের জলিল বাহাদুরের সাথে ছালেক বাহাদুরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। ওই মামলা বরিশালের পিবিআই ১০ আগষ্ট তদন্তে আসেন ছালেক বাহাদুরের বাড়িতে।

    তারা তদন্ত শেষ করে যাওয়ার পরে জলিল বাহাদুরের নেতৃত্বে ছালেক বাহাদুরের উপর হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে ছালেকের স্ত্রী সাগরিকা বেগমের কাপড় ছিড়ে শ্লীলতা-হানীর ঘটনা ঘটায় রানা বাহাদুর, রাকিব বাহাদুরসহ ৪—৫ জনের একটি দল।

    হামলায় আহত নুরু বাহাদুর, কুদ্দুস বাহাদুর ও আফসোনা বাহাদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ছালেক বাহাদুরের স্ত্রী সাগরিকা বাদী হয়ে ৬ জনকে আসামী করে ১৩ আগষ্ট রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

    মামলা দায়েরের পরে পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীর বাহাদুরের দুই ছেলে রানা ও রাকিব বাহাদুরকে ১৩ আগষ্ট রাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে তিনতলা ভবনের রুমে আগুন, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক অভিযানে নিয়ন্ত্রণ

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে মাদারীপুরের কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ঝাউতলা এলাকায় অবস্থিত ‘মহাসিন...