আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ধর্ষিতার দেড় বছর পূর্বে বিয়ে হয়ে গেলেও মামলা উত্তোলনের জন্য একলক্ষ টাকা দাবী করে আসছে ধর্ষিতার পরিবার। এনিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম পয়সা গ্রামের লাল মিয়া ওরফে লালু সিকদারের ছেলে রাব্বি সিকদার (২০) পাশের বাড়ির ১৫ বছরের এক মেয়েকে ২০২১ সালের ২১ জুন রাতে ওই ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করে।
এঘটনায় ধর্ষিতার পিতা রাব্বিকে আসামী করে তখন ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। মামলা দায়েরের তিন মাস পরে ওই ধর্ষিতার ঢাকার মিরপুরের বাসায় বসে কুষ্টিয়ার লিপন খন্দকারের ছেলে ইজিবাইক চালক শিশির খন্দকারের সাথে বিয়ে হয়ে যায়। তারা সবাই মিরপুরে ভাড়া বাসায় বসবাস করছেন।
ধর্ষিতার দেড় বছর পূর্বে বিয়ে হয়ে গেলেও মামলা চলে আসছিল। বর্তমানে ওই মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা রয়েছে। বর্তমানে ওই মেয়ের পরিবার মামলা উত্তোলনে জন্য একলক্ষ টাকা দাবী করে আসছে। টাকা না দিলে মামলা উত্তোলন করবে না বলে জানান ওই মেয়ের চাচা রুবেল সিকদার।
মেয়ের পরিবারের মিথ্যা মামলার কারনে রাব্বি সিকদার ২০২১ সালের এসএসসি পরীক্ষা দিতে পারেনি। তার শিক্ষা জীবন অশ্চিত হয়ে পরেছে বলে জানান রাব্বির পিতা লাল মিয়া সিকদার। তাদের দাবী দ্রুত মামলা উত্তোলন করে রাব্বি শিকদারের শিক্ষা জীবন নিশ্চিত করার দাবী জানান।