More

    ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    নিজস্ব সংবাদদাতা,  ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় অতিরিক্ত জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনিরসহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজসহ, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, ও জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তারাসহ কমিটিভূক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

    অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মামুন শিবলির সঞ্চালনায় অন্যদের মধ্যে পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার সদর, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, ইসলামিক ফাউন্ডেশনের উপ—পরিচালক মশিউর রহমান ও ডিডি এন এস আই প্রমুখ বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঝালকাঠি শহরে অবৈধ অটো ও ইঞ্জিন চালিতা রিক্সার সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

    ঝালকাঠি জেলায় গনপূর্ত বিভাগের অধিকগ্রহন করা জায়গা জমি গুলো ব্যবহারের পরে অবশিষ্ট জমি কোথায় কিভাবে রয়েছে এবং কারা কোথাও কিভাবে রয়েছে এবং কেউ কোন জায়গা দখল করেছে কিনা আলোচনা হয়েছে ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে জেলার ৪টি উপজেলায় বিগত ১মাসে (জুলাই) ৪৭টি মামলা দায়ের হয়েছে।

    এর মধ্যে ৪টি ধর্ষন, ১টি নারী নিযার্তন, পুলিশ আক্রান্তের ঘটনায় ১টি, ১টি সিধেল চুরিসহ গাড়ি চুরির ঘটনা ১টি, ১টি অগ্নিসংযোগের ঘটনা সড়ক দুর্ঘটনা ১টি, ১৬টি পারবারিক সংঘাতজনিত মারামারি, ১৪টি মাদক আইনে এবং অন্যন্য ৫টিসহ ৪৭ মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতার হয়েছে ৩৭জন। এই সংখ্যা পূর্বের মাসের চেয়ে ১০টি কম হয়েছে। (জুলাই) মামলার সংখ্যা ছিল ৫৭টি এবং আসামী গ্রেফতারের সংখ্যা ছিল ৫৭ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ৮ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের শিশু আবদুল্লাহ

    বরিশালের গৌরনদীতে মাত্র ৮ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ১০ বছরের শিশু সৈয়দ মো. আব্দুল্লাহ। এত কম সময়ের মধ্যে...