নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি সদর উপজেলায় পোনাবালিয়া ইউনিয়নের ইউপি নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফারুক হোসেন খানকে সপথ বাক্য পাঠ করিয়েছেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। সোমবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সপথ গ্রহণ অনুষ্ঠান।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনিরসহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মামুন শিবলি, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার সদর ও জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তারাসহ উপস্থিত ছিলেন।
গত ১৭ জুলাই শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক হোসেন খান বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সমর্থক) ওয়ারেচ আলী খানকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।