নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৭ আগস্ট ২০২৩ ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের অন্যান্য জেলার ন্যায় ঝালকাঠিতে একযোগে ৫টি স্থানে বোমা হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টাউনহল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদে সভায় প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার,প্রচার সম্পাদক অ্যাডভোকেট এম আলম খান কামাল,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,শ্রম বিষয়ক সম্পাদক এস আর মানিক,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাপিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু প্রমুখ।
বক্তারা বলেন দেশকে সন্ত্রাস ও নাশকতা ক্ষেত্র তৈরী করার জন্য তৎকালীন জোট সরকারের মদতে সারাদেশ জুড়ে বোমা হামলা চালান হয়েছিল। এবং তারই অংশ হিসেবে ঝালকাঠি শহরে জেলা জজ আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয়, আইনজীবী সমিতি, সদর উপজেলা পরিষদ চত্বর ও বিকনা টেম্পোস্ট্যান্ডে এ বোমা বিস্ফোরণের ৫টি স্পটে হামলা চলে পুলিশসহ ৫জন আহত হয়ে ছিল।
জঙ্গি, সিরিজ বোমা হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগ,যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।