নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা।
রবিবার সকাল ১১টায় অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এই সভায় অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুিল ইসলামসহ জেলা পর্যায়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, এনজিও কর্মকর্তা ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান প্রধান এবং ৪টি উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন।
উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সরকারি ও বেসরকারি ৭৬টি প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কর্মকান্ডের পর্যালোচনা ভিত্তিক আলোচনা হয়েছে। সভায় সকল প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ড যথাসময় গুনগতমান বজায় রেখে বাস্তবায়নে তাগিদ প্রদান করা হয়েছে।
কোন বিভাগের উন্নয়ন কর্মকান্ডের বিষয় কোন ধরণের প্রতিবন্ধকতা দেখা দিলে জেলা প্রশাসনের সহযোগীতা নিয়ে এর বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।