More

    ঝালকাঠিতে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

    অবশ্যই পরুন

    নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠিতে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

    দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর জব্বার এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে মো. বেলায়েত হোসেন (৪২) ও চট্টগ্রামের খুলশী উপজেলার নাছিরাবাদ এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. নির আহমেদ ওরফে মনির (৪৩)।

    রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল। মামলার বিবরণে জানা যায়, গত ৪ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব—৮ এর একটি দল ঝালকাঠি শহরের বাতাশাপট্টি সড়কের আরাফাত বোডিংয়ের চতুর্থ তলায় অভিযান চালিয়ে মো. বেলায়েত হোসেন ও মো. নির আহমেদ ওরফে মনিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২৪ হাজার ৪০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার মূল্য ৩৬ লাখ টাকা। এ ঘটনায় ঝালকাঠি থানায় র‌্যাব—৮ এর ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

    মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনছারুল হক ও অসিম কুমার বিশ্বাস তদন্ত শেষে ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি আব্দুল মান্নান রসুল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জুর হোসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কোমর বেঁধে মাঠে নামলো জামায়াত, ব্যস্ত এমপি প্রার্থীরা

    বাকেরগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করে চলেছেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর...