নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠিতে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর জব্বার এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে মো. বেলায়েত হোসেন (৪২) ও চট্টগ্রামের খুলশী উপজেলার নাছিরাবাদ এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. নির আহমেদ ওরফে মনির (৪৩)।
রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল। মামলার বিবরণে জানা যায়, গত ৪ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব—৮ এর একটি দল ঝালকাঠি শহরের বাতাশাপট্টি সড়কের আরাফাত বোডিংয়ের চতুর্থ তলায় অভিযান চালিয়ে মো. বেলায়েত হোসেন ও মো. নির আহমেদ ওরফে মনিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২৪ হাজার ৪০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার মূল্য ৩৬ লাখ টাকা। এ ঘটনায় ঝালকাঠি থানায় র্যাব—৮ এর ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনছারুল হক ও অসিম কুমার বিশ্বাস তদন্ত শেষে ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি আব্দুল মান্নান রসুল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জুর হোসেন।