More

    ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শায়েখে চরমোনাই এর শুভ আগমন উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিল

    অবশ্যই পরুন

    ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শায়েখে চরমোনাই এর শুভ আগমন উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এর আয়োজন করা হয়।‘‘কি নান্দনিক দৃশ্য! ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের একই মঞ্চে শায়খে নেছারাবাদী হুজুর ও শায়খে চরমোনাই’’ এ নান্দনিক দৃশ্য মুক্তিকামী, শান্তিকামী, ঐক্যকামী মুসলিম জনতার হৃদয়ে ঐক্যের স্বপ্ন দেখায়।

    এভাবে প্রকাশ্যে একই মঞ্চে কিংবদন্তি অগ্রপথিকদের সহাবস্থানের মাধ্যমে ছোটখাটো সকল ইখতেলাফের ঊর্ধ্বে উঠে দ্বীন কায়েমের শ্লোগানে এক কলেমার পতাকা তলে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফীক দান করেন।

    ৩১.০৮.২৩ইং বৃহস্পতিবার বাংলাদেশ মুজাহিদ কমিটি, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করেন-  ঐক্যের কাণ্ডারী, ইসলামী চিন্তাবিদ ও গবেষক ,আমীরুল মুছলিহীন, হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর মাদ্দাযিল্লাহুল আলী।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নায়েবে আমীরুল মুজাহিদীন, হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই হাফিযাহুল্লাহ, সিনিয়র নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    বয়ান পেশ করেন-  হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল, শায়খুল হাদীস, প্রিন্সিপ্যাল হযরত মাওলানা মুফতী গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম, ঝালকাঠি এন এস কামিল মাদরাসা  হযরত মাওলানা ডা. মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী, নও-মুসলিম, নলছিটি, ঝালকাঠি প্রমুখ * হযরত মাওলানা মুহাম্মদ মোখতার আহমদ * হযরত মাওলানা হাফেয মুহা. আলমগীর হোসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কোমর বেঁধে মাঠে নামলো জামায়াত, ব্যস্ত এমপি প্রার্থীরা

    বাকেরগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করে চলেছেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর...