কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কালকিনি উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রর্বতন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আলোচনা সভা হয়েছে।
আজ (শনিবার) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কালকিনি উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, মাদারীপুর জেলা শাখার দাওয়াহও প্রশিক্ষণ সম্পাদক সেরনিয়াবাত আব্দুর রহমান আসলাম, কালকিনি উপজেলা শাখার সভাপতি ক্বারী মুহাম্মাদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সার্বিক পরিচালনা করেন মুহাম্মাদ আলী আকবার শিকদার সহ ইসলামি আন্দোলনের নেতারা।