নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি সদর উপজেলা গাবখান—ধানসিিঁড় ইউনিয়নের বৈদারাপুর গ্রামের গোলাম রসুল(৭), বাড়ির পাশে বৈদারাপুর খালে পানিতে ডুবে মারা গেছে। সে এই গ্রামের হাবিব ফকিরের পুত্র।
রবিবার দুপুর আড়াইটায় এই ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও তার প্রতিবেশি চাচা জহিরুল ইসলাম খালে জাল ও নিজেরা নেমে সাড়ে ৩টায় গোলাম রসুলকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ফায়ার সার্ভিস কর্তপক্ষের দায়িত্ব অবহেলা অভিযোগ করেছে নিহতর পরিবার। এই ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঝালকাঠিকে শিশুকে উদ্ধার করার জন্য সহযোগীতা চেয়ে পলিটেকনিক শিক্ষার্থী চাচা জহিরুল ইসলাম ফোন করে; কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থালে না যাওয়ায় মৃতদেহ নিয়ে জহিরুল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঝালকাঠি সহকারী পরিচালক ফিরোজ কুতুবিকে উত্তেজিত হয়ে ক্ষোভ প্রকাশ করে।
এ নিয়ে চাচা জহিরুল ও ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার সাথে তর্ক বির্তক হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝালকাঠি থানার অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যরা উপস্থিত হন এবং জহিরুলকে জিজ্ঞাসাবাদ করেন। জহিরুল জানা গোলাম রসুলের বাবা হাবিব ফকির ও তার স্ত্রী পেশায় ভিক্ষাবৃত্তি করে। মৃত গোলাম রসুলই ছিল তাদের একমাত্র সন্তান।