More

    কলাপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

    অবশ্যই পরুন

    কোমল পানীয়র প্লাস্টিকের বোতলে ভরে অভিনব কৌশলে ইয়াবা বিক্রির সময় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের একটি মাছের ঘেরের টং ঘর থেকে কলাপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

    গ্রেফতার মাদক কারবারি হলেন চান্দুপাড়া গ্রামের এন্তাজ মৃধার ছেলে নওশের আলী মৃধা ওরফে নসা মৃধা ওরফে সুমন মৃধা। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র লালুয়ায় নানা কৌশলে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে রোববার মধ্যরাতে পুলিশ ওই মাছের ঘেরের টং ঘরে অভিযান চালায়।

    এ সময় একটি কোমল পানির বোতলের ভিতরে চারটি প্যাকেট রাখা ২০০ পিস ইয়াবাসহ নসা মৃধা ওরফে সুমন মৃধাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে গ্রেফতার নসাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...