More

    পটুয়াখালী পিটিআই রোডে  ৮ তলা ভবন থেকে পড়ে এক  শ্রমিকের  মৃত্যু

    অবশ্যই পরুন

    মো: রায়হান ইসলাম জেলা প্রতিনিধি ;

    নির্মাণ শ্রমিকের বাড়ি হচ্ছে গাইবান্ধা  নাম: শামীম  (১৬) বছর বাবার নাম: রেজাউল আজ সোমবার  সন্ধ্যা ছয়টার দিকে কাজ শেষে ময়লা ফেলানোর জন্য ছাদের কিনারায় গেলে সেখান থেকে পড়ে যায় এই শ্রমিক।  ওই ভবনের কাজ চলাকালীন সময়ে যতগুলো শ্রমিক ছিল তারা সকলে  শামীমের উপর থেকে নিচের পরে যাওয়ার সংবাদ শুনে তাড়াতাড়ি নিচে নামে এবং তারা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে, সেখানে কতার্ব্যরত চিকিৎসক শামীম কে মৃত্যু  ঘোষণা  করেন । ওই শ্রমিকের সাথে আট তলায় আরো তিনজন ছিল কিভাবে পড়ে গেছে এ সম্পর্কে তাদের কাছে জানতে চাওয়া হলে তারা সঠিক কোন তথ্য দিতে পারিনি। তবে তারা এতোটুকু বলেছেন যে প্রতিদিন  ময়লা ফেলতে শামীম ছাদের কিনারায় যেতো  হয়তো সেখান থেকে ময়লা ফেলাতে গিয়ে পড়ে গেছে ।

    এত বড় ভবনের কাজ চলাকালীন সময়ে তাদের সেফটি হিসেবে কি ব্যবহার করতে দিয়েছে তাদের কন্টাকটর এ সম্পর্কে জানতে চাওয়া হলে তারা উত্তর না দিয়ে চলে যান। তবে স্থানীয়  লোকজন  বলেন যে সেফটি হিসেবে তাদের কোন কিছু  দেয়া হয় নি। স্থানীয় লোকজনের কাছ থেকে যানা যায় যে  শামীমের বড় ভাই ওই একই বিল্ডিং  এ শ্রমিকের কাজ করতেন ভাই ৮ তলা থেকে পড়ে গেছেন শুনতে পেয়ে কান্নায় ভেঙে  পড়েন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...