More

    ছাগলের জন্যও ট্রেনের টিকিট কিনেছেন এক নারী

    অবশ্যই পরুন

    ছাগলের জন্যও ট্রেনের টিকিট কেটেছেন এক নারী। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের। ওই ঘটনার একটি ভিডিও বুধবার সকালে এক্স-এ (সাবেক টুইটারে) পোস্ট করেছেন ভারতের ২০০৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অবণীশ শরণ। যেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। খবর এনডিটিভির

    ভিডিওতে দেখা যায়, একজন নারী একটি ছাগল নিয়ে চলন্ত ট্রেনের বগির এক প্রান্তে দাঁড়িয়ে আছেন। এ সময় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) ওই নারীর কাছে জানতে চান, তিনি ট্রেনের টিকিট কেটেছেন কি না। এ সময় পাশ থেকে একজন ওই নারীর টিকিট টিটিইর হাতে তুলে দেন।

    টিটিই টিকিটের বিস্তারিত তথ্যে চোখ বোলান এবং জিজ্ঞেস করেন, ‘আপনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন?’ জবাবে ওই নারী বললেন, হ্যাঁ।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঢাকায় ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, জানা গেল পরিচয়

    রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম...