More

    রাজাপুরে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে এএসআই বিরুদ্ধে

    অবশ্যই পরুন

    নিজস্ব সংবাদদাতা,  ঝালকাঠির রাজাপুরে স্বামী পরিত্যক্তা এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আলামিন মোল্লার (৪২) নামে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা (নং ১২৫/২৩) দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। আদালতের বিচারক মো. আব্দুল হামিদ মামলাটি পিরোজপুর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

    মামলার বাদীর আইনজীবী খান শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আসামি আল আমিন পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুড়াদিয়া গ্রামের ইউনুচ মোল্লার ছেলে। তিনি বরিশালের মুলাদী থানায় কর্মরত রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধ নিয়ে ২০২২ সালের ১৩ ডিসেম্বর ঝালকাঠির রাজাপুর থানার তৎকালীন এএসআই আল আমিনের কাছে অভিযোগ জানাতে গেলে তাঁর সঙ্গে পরিচয় হয় ওই নারীর।

    পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন সময় তাঁর সঙ্গে ফোন ও থানায় এনে কথা বলতেন তিনি। এমনকি বিভিন্ন সময় অনৈতিক কাজের প্রস্তাবও দিতেন ওই নারীকে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের কথা বলে ওই বছরের ১৬ ডিসেম্বর এক ব্যক্তিকে কাজী সাজিয়ে কয়েকটি নীল কাগজে সই নেয়। তাদের বিয়ে হয়ে গেছে জানিয়ে ওই রাত থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত এএসআই আল আমিন রাজাপুর ও নলছিটি থানায় কর্মরত থাকাকালীন সময় ওই নারীকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানের হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

    পরবর্তীতে স্ত্রীর স্বীকৃতি ও তাঁর কাছে বাসা ভাড়া নিয়ে রাখার দাবি করলে তাকে নির্যাতন করে যোগাযোগ বন্ধ করে দেন ওই এএসআই। এ বিষয়ে এএসআই আল আমিনের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল দিলে তিনি ফোন কেটে দেন। পরে তাঁর ব্যবহৃত হোয়াটসআপে এ বিষয়ে খুদে বার্তা দিয়ে মতামত জানতে চাইলেও কোন সাড়া পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কোমর বেঁধে মাঠে নামলো জামায়াত, ব্যস্ত এমপি প্রার্থীরা

    বাকেরগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করে চলেছেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর...