More

    হারিয়ে যাওয়া ঐতিহ্য হা’ডু’ডু খেলাকে ফুটিয়ে তুলেছে রাতের বেলা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আবু জাফর গৌরনদী। এ যেনো হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার প্রানপণ চেষ্টা করছে গ্রামবাসীরা । বলছি বরিশালের, গৌরনদীর, নলচিড়া ইউনিয়নের শংকর পাশা গ্রামের কথা।

    এখানের গ্রামবাসীদের প্রধান প্রিয় খেলা হা’ডু’ডু। বাংলাদেশের জাতীয় খেলা হা’ডু’ডু তা যেনো গ্রাম বাংলার মানুষ ভুলেই গেছে আধুনিক যুগে এসে ।

    বিভিন্ন রকমের আধুনিক খেলার মাঝেও বাঙ্গালিদের জাতীয় খেলা ধরে রেখেছেন শংকর পাশা গ্রামের মানুষেরা  এ গ্রামের মানুষের মাঝে বহুকাল ধরে হা’ডু’ডু খেলার প্রচলন রয়েছে। তাইতো গ্রামবাসীর উদ্যোগে আয়োজন করা হয় বিবাহিত এবং অবিবাহিত হা’ডু’ডু খেলার। দিনের বেলা হা’ডু’ডু খেলার প্রচলন থাকলেও, এই গ্রামের মানুষের একটু ভিন্নতা অবলম্বন করেন।

    তারা মূলত গভীর রাতে হা’ডু’ডু খেলার আয়োজন করে একটু ভিন্ন আনন্দের আশায়। স্থানীয় জনসাধারণ, পুরুষ, মহিলা সহ সকল পেশার মানুষ এই খেলা উপভোগ করার জন্য রাতের সকল দরকারি কাজ তাঁরাতাড়ি শেষ করে, খেলা দেখার উদ্দেশ্য রওনা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঢাকায় ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, জানা গেল পরিচয়

    রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম...