More

    ঝালকাঠিতে শুরু হয়েছে উপজেলা পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল— মাদ্রাসা—কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা

    অবশ্যই পরুন

    নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৪দিন ব্যাপি শুরু হয়েছে সদর উপজেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল— মাদ্রাসা—কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা।

    সদর উপজেলার ৭৪টি স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যো ১৪টি মাধ্যমিক স্তরের বিদ্যালয় দল অংশগ্রহন করছে। শনিবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু এ প্রতিযোগীতার সুচনা করেছেন।

    এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। এ প্রতিযোগীতায় ফুটবলে বালক ও বালিকা টিম, কাবাডি প্রতিযোগীতায় বালক –বালিকা টিম, হ্যান্ড বল প্রতিযোগীতায় বালক বালিকা টিম এবং দাবা প্রতিযোগীতারয় বালক বালিকা এবং সাতার প্রতিযোগীতায় ৪টি করে ইভেন্টে বালক—বালিকা দল রয়েছে। প্রথম উদ্বোধনী দিনে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে প্রসূতি নারীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগ স্বামীর

    বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম তানজিলা আক্তার, তিনি...