More

    কালকিনিতে কবিরাজের রুটি পড়া খেয়ে মৃত্যুর মুখে ক্ষুদ্র ব্যবসায়ী

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

    মাদারীপুরের কালকিনিতে কথিত এক কবিরাজের রুটিপড়া খেয়ে জাহিদুল নামের এক ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে কালকিনির বাঁশগাড়ী রামচন্দ্রপুরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ জাহিদুলের স্বজনদের।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ১৫ দিন আগে কালকিনির রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী দুলাল শিকদার ও মামুন শিকদারের দোকানে চুরি ঘটনা ঘটে। এই ঘটনায় পাশের দোকানদার জাহিদুলকে সন্দেহ করা হয়। এতে তীব্র প্রতিবাদ জানান তিনি। পরে রোববার সকাল ১০ টার দিকে রামচন্দ্রপুর বাজারের পাশে একটি মাদ্রাসার মাঠে রুটিপড়া খাওয়ার ব্যবস্থা করা হয়।উপস্থিত সন্দেহভাজন অর্ধশত মানুষকে কথিত কবিরাজের দেওয়া একটি করে রুটিপড়া খাওয়ান দুলাল মামুন ও দুলাল শিকদার। জাহিদুলকে দুটি রুটি ও একটি ডিম খাওয়ানো হলে কিছুক্ষনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবনতি দেখা দিলে চিকিৎসকের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে।

    আহত জাহিদুলের বোন লিলি বেগম বলেন, তার ভাইয়ের সাথে বাজারের দোকানের জমি নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার ভাইকে রুটির সাথে অন্য কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে বলে অসুস্থ হয়ে পড়েছেন।

    অভিযুক্ত মামুন ঘটনা অস্বীকার করেন।

    মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম খান জানান, এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার। কথিত কবিরাজের কাণ্ডে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...