More

    ঝালকাঠিতে শিশুকল্যাণ বিদ্যালয়ে ফ্যান উপহার দিলেন যুবলীগনেতা

    অবশ্যই পরুন

    নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠিতে পথ শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি ফ্যান উপহার দিয়েছেন যুবলীগ নেতা মো. ছবির হোসেন। সোমবার দুপুরে তিনি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান মামুনের হাতে ফ্যানগুলো তুলে দেন।

    বিদ্যালয়ের শিক্ষকরা জানান, পথ শিশুদের জন্য বিদ্যালয়টির শ্রেণিকক্ষে ফ্যান না থাকায় ১৩৫ জন শিক্ষার্থী গরমে কষ্ট পাচ্ছিল। বিষয়টি জানতে পারেন ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

    এ সময় শ্রেণিকক্ষে ফ্যান না থাকায় ছয়টি ফ্যান উপহার দেন তিনি। ফ্যান পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা খুশি। তাঁরা ছবির হোসেনের জন্য দোয়া করেন। উল্লেখ্য ছবির হোসেন করোনাকালে মানুষের মাঝে, খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে অক্সিজেনসেবা প্রদান করে মানবতার ফেরিওয়ালা উপাধি পেয়েছেন।

    এছাড়াও তিনি গরিব ও অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর তুলে দেওয়া, ভ্যানগাড়ি উপহার, সবজির দোকান করে দিয়েছেন। নানাভাবে মানুষের পাশে দাঁড়ানো এই মানুষটি শহরের আলোকিত মানুষ হিসেবে পরিচিতি পেয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...