মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে ৭০-৮০ জন শিক্ষার্থীদের নিয়ে প্রায় ৩০ কি: মি: সড়ক পথ পাড়ি দিয়ে প্রধান শিক্ষককে হাসপাতালে দেখতে যাওয়ার অভিযোগ উঠেছে এ. কে. ডি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে।এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গিয়ে দেখা যায়, বালিকা বিদ্যালয়টি জনশূন্য মূল ফটক দিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করলে বেঞ্চে বই-খাতা দেখাগেলেও কোন শিক্ষার্থী ও শিক্ষার্থীদের পাওয়া যায়নি। বিদ্যালয়টিতে শিক্ষক কর্মচারী মিলে রয়েছেন ১৮জন। স্কুলের নিরাপত্তা প্রহরী প্রান্ত দত্ত ও একজন কর্মচারী মনিকা দে জানান, প্রধান শিক্ষক গতকাল অসুস্থ হয়ে মাদারীপুর হাসপাতালে ভর্তি আছেন,তাকে দেখতে আজ শিক্ষক ও শিক্ষার্থীরা গিয়েছেন।
খোঁজ নিয়ে জানাগেছে,ডি. কে. উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্রনাথের অনিয়ম ও দূর্ণীতি নিয়ে কে বা কারা লিফলেট ছাপিয়ে স্কুল ও বাজারের বিভিন্ন স্থানে ছড়িছে দিয়েছে। এই নিয়ে ওই প্রধান শিক্ষক গতকাল বিকেলে লোকলজ্জায় ও অভিমানে একসাথে ১১ টি ঘুমের ওষুধ খেয়ে ফেলেন। এতে করে প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়লে, গতকালই তাকে মাদারীপুর হাসপাতালে তাকে ভর্তি হয়। প্রধান শিক্ষকের এমন কর্মকান্ডে বিব্রত শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।
এতে করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম বলেন, ডি. কে. উচ্চ বালিকা বিদ্যালয়টির অনিয়মের বিষয়টি ইতিমধ্যে জেনেছি,সরজমিনে স্কুলে গিয়ে তদন্ত করে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,স্কুল চলাকালীন সময়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া ঠিক হয়নি। আমি এবিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।