More

    প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ   ঢাকার চেক প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত ও অর্থ দন্ডে দন্ডিত আসামীকে বরিশালের আগৈলঝাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান,

    গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক গৌরাঙ্গ চন্দ্র বুধবার রাতে উপজেলার রাংতা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মোসলেম উদ্দিন হাওলাদারের ছেলে সাজাপ্রাপ্ত আসামী জিএম ফারুক হোসাইনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

    গ্রেপ্তারকৃত ফারুককে সিআর ১৪৮০/১৪, ২৯২১/১৫ চেক প্রতারনা মামলায় ঢাকা মহানগর যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক তিন মাসের বিনাশ্রম কারদন্ড এবং ৪ লাখ ৯৭ হাজার ৬শ ৩২ টাকা অর্থ দন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন।

    রায়ের দিন থেকে আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত। গ্রেপ্তারকৃত জিএম ফারুককে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মামলা উত্তোলনের জন্য মা ও মেয়ের ওপর হামলা

    জমি সংক্রান্ত বিরোধে দায়ের করা মামলা উত্তোলনের জন্য বিধবা আয়েশা বেগম ও তার মেয়ে রিনা বেগমকে মারধর করে আহত...