আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় যৌতুক ও শারীরিক নির্যাতনের কারনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর থানায় মামলা দায়ের। যৌতুক লোভী স্বামী গ্রেপ্তার। ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের বারেক তালুকদারের মেয়ে সীমার সাথে ১৬ বছর পূর্বে সামাজিকভাবে পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের মধুর নাগরা গ্রামের হোসেন মোল্লার ছেলে সোহাগের সাথে বিবাহ হয়।
দাম্পত্য জীবনে তাদের ঘরে রয়েছে এক ছেলে এক মেয়ে। ভুক্তভোগী সীমা বেগম জানান, বিবাহকালীন সময়ে তার দিনমজুর বাবা ধার—দেনা করে দেড় লক্ষ টাকা ও অন্যান্য উপকরন সামগ্রী যৌতুক দেয়। বিবাহের পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন মাঝে মধ্যে আবারো যৌতুকের জন্য শারীরিক ও মানষিক নির্যাতন চালায় সীমার উপর। এ ঘটনায় একাধিকবার পারিবারিকভাবে সালিস বৈঠক করেও কোন লাভ হয়নি।
স্বামী ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য সীমার উপর চাপ দিতেই থাকে। সীমা যৌতুকের টাকা এনে দিতে পারবে না বললে বুধবার রাতে তার স্বামী ও তার পরিবারের লোকজন সীমাকে শারীরিক নির্যাতন চালায়। গুরুত্বর আহত অবস্থায় সীমাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় সীমা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক লোভী স্বামী ও তার পরিবারের লোকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়ের পর একই দিন দুপুরে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মিল্টন মন্ডল কোটালীপাড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মধুর নাগরা গ্রাম থেকে নির্যাতনকারী স্বামী সোহাগ মোল্লা (৪০)কে গ্রেপ্তার করেন। গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামী সোহাগ মোল্লা (৪০) কে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।