কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
ব্যাপক আয়োজন,দর্শক সমাগমের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ(শনিবার) বিকেলে কালকিনি পৌর এলাকার ডাকবাংলো মাঠে ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। যুব সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে জীবনকে সুন্দর করতে যুব সমাজের উদ্যোগে মাস ব্যাপী এ ফুটবল খেলার আয়োজন করা হয়।
কালকিনি পৌর সভার প্রতিষ্ঠাতা প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুজ্জামান শাহীন, ডাসার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, যুগ্ম-আহ্বায়ক কাজী মাহমুদুল হাসান (দোদুল কাজী) মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর মামুন-অর রশীদ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান সোহেল তালুকদার, জনতা ব্যাংকের সাবেক এ.জি.এম আব্দুর ছাত্তার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (২) সোহেল রানা মিঠু, কালকিনি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ লুৎফর সরদার, দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সরদার,উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এমদাদুল হক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফরিদ সরদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান, সহ-সভাপতি ইফতেখার আলম রিশাদ, সহ-সভাপতি কিবরিয়া আহমেদ নাঈম, কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় শক্তিশালী দল রমজান হাওলাদার একাদশকে ১-০ গোলে সজিব হাওলাদার একাদশ পরাজিত করে বিজয়ের কাপ অর্জন করে।